ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ : চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদার কারণে সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়ছে শিক্ষিত যুবকদের। বিভিন্ন গবেষণার হিসাব বলছে, স্নাতক ও স্নাতকোত্তর পাস করে প্রতি বছর চাকরির বাজারে যুক্ত হচ্ছেন চার থেকে পাঁচ লাখ চাকরিপ্রার্থী। যদিও সেই পরিমাণে সুযোগ তৈরি হচ্ছে কম।
এদিকে প্রতি বছর গড়ে ১৮ থেকে ২০ লাখ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমান পাস করেন। বিপরীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে আসন সংখ্যা কম।
এ অবস্থার মধ্যে উচ্চ শিক্ষায় আগ্রহী এবং চাকরি প্রার্থীদের দুশ্চিন্তার কারণ প্রশ্নফাঁস। তবে আশার কথা বিভিন্ন সময়ে গণমাধ্যমের অনুসন্ধানে ধরা পড়ছে এর সঙ্গে জড়িত অনেক চক্র। সম্প্রতি চ্যানেল 24 এর অনুসন্ধানের পর ধরা পড়ে সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িতরা।
এজন্য সোমবার (২২ নভেম্বর) চ্যানেল টুয়েন্টিফোরকে শুভেচ্ছা জানাতে আসেন চাকরিপ্রার্থীরা। বলেন, প্রশ্নফাঁসের কারণে অযোগ্যরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা দখল করছে। করোনা বিবেচনায় নিয়োগ পরীক্ষায় বয়স বাড়ানোর দাবিও জানান তারা।
চ্যানেল 24 এর অনুসন্ধানী প্রতিবেদক আবদুল্লাহ আল ইমরান বলেন, মূলহোতারা ধরা পড়ায় এ অপরাধ প্রবণতা কমে আসবে।
চ্যানেল 24 এর অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটের প্রধান ফয়সাল আলম বলেন, সার্চলাইট শুরু থেকে এ ধরনের অনুসন্ধানী কাজ করে আসছে এবং ভবিষতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।