ইরানের গোলরক্ষক নারী না পুরুষ?

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ : ইরান নারী দলের গোলরক্ষক জোহরে কুদাইয়ি পুরুষ না নারী তা নিয়ে প্রশ্ন তুলেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। এ নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে অভিযোগ করেছে তারা।

গত ২৫ সেপ্টেম্বর ২০২২ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ইরানের মুখোমুখি হয় জর্ডান নারী দল। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র থাকে। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে প্রথমবার নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কাটে তারা। জর্ডানের দুটি শট রুখে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুদাইয়ি।

গত রোববার জেএফএ সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন একটি চিঠি টুইট করেন। তাতে কুদাইয়ির ‘লিঙ্গ পরীক্ষার’ অনুরোধ জানান তিনি। সেই সঙ্গে এএফসিকে ‘সতর্ক হওয়ার’ আহ্বানও জানান।

তাঁর ভাষ্যমতে, পুরুষ হয়ে নারীর ছদ্মবেশে খেলেছেন কুদাইয়ি।

তবে এ অভিযোগ উড়িয়ে দিয়েছে ইরান। দলটির নির্বাচক মরিয়ম ইরানদুশত বলেন, ‘আমাদের সব ফুটবলারকে পরীক্ষা করেছে চিকিৎসক দল। হরমোন পরীক্ষাও করা হয়েছে। তাই এ প্রশ্ন নিতান্ত অবান্তর।’