ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ : গণপরিবহনের নৈরাজ্যে গণমানুষের ভোগান্তি চলছেই। সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করে আদায় করা হচ্ছে ইচ্ছেমতো। অনিয়ম ঠেকাতে পরিবহন মালিকদের কিছুটা তৎপর দেখা গেলেও তার প্রতিফলন কম।
ভাড়া যে কাটে, সেই যদি বুঝতে না চায় তালিকার মারপ্যাঁচ, তাহলে পরিবহন নৈরাজ্যের জিম্মি দশা থেকে কিভাবে মুক্তি পাবে সাধারণ মানুষ? বিআরটিএর ভাড়ার তালিকা নিয়ে অভিযোগ আছে যাত্রীদেরও।
যদিও নৈরাজ্য কমাতে বসছে মোবাইল কোর্ট, চলছে অভিযান হচ্ছে মামলা, জরিমানাও। তবে বাড়তি ভাড়া আদায়ের সে পথেও আছে কারসাজি। কৌশলে মোবাইল কোর্টের সীমানা পেরিয়ে তোলা হচ্ছে বাড়তি ভাড়া। কখনো আবার বদলে ফেলা হচ্ছে নির্দিষ্ট রুটও।
এদিকে ধরা পড়লেই দোষটা যখন চাপে পরিবহন মালিকদের কাঁধে তখন তাদের বক্তব্যটাইবা কি? এরপরও পরিবহন চলছে তার আপন গতিতেই, যে সড়কে আছে সাধারনের ভোগান্তির সমীকরনও।