ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১৫ নভেম্বর ২০২১ : রাজধানীর বাড্ডায় আইএফআইসি ব্যাংকের উপ শাখায় ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার তিনজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় কড়াইল বস্তি, সাততলা বস্তি ও আশেপাশের এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ভেতরে ঢোকার পরই ব্যাংকটির কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে টের পেয়ে পুলিশকে অবগত করে প্রধান শাখা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বহু চেষ্টার পর আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপ-শাখার ভেতরে ঢুকতে সক্ষম হয়েছেন একজন। এরপর ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করেন। তবে ব্যাংকের কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থায় ধরা পড়ে যান তিনি। মতিঝিলের প্রধান শাখার কর্মীদের চোখে বিষয়টি ধরা পড়লে তারা পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে জানান। এরপরই পুলিশের তৎপরতায় লোকটিকে আটক করা হয়।
বহুতল দুই ভবনের মধ্যে একটি ফাঁকা জায়গা দিয়ে দেয়াল ভেঙে ভেতরে ঢুকেছিলেন সিসিটিভিতে ধরা পড়া সেই অনাহূত।
আইএফআইসি ব্যাংক হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স এস এম আলমগীর হাসান বলেন, আমাদের ১৫৭টি শাখা এবং ৬৫০টি উপশাখা, কেন্দ্রীয় শাখার সঙ্গে প্রত্যেকটি সংযুক্ত। কার্যালয়গুলো বন্ধ থাকলেও ভেতরে যদি নাড়াচড়া হয় স্বয়ংক্রিং অ্যালার্ট সিস্টেম আমাদের সতর্ক করে। আমাদের যে কর্মকর্তারা ২৪ ঘণ্টা ডিউটি করেন তাদের চোখে এই ঘটনাটি ধরা পড়লে একজন কর্মকর্তা সঙ্গে সঙ্গে ৯৯৯-এ ফোন দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে।
শুক্রবার দিনগত মধ্যরাতের এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা করেছে। মামলার তদন্তে নেমে কড়াইল বস্তি, সাততলা বস্তি ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং আমাদের সিসিটিভি ফুটেজেও আছে। তারা কেন এসেছে, তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা আমরা এগুলো খতিয়ে দেখছি।’
প্রতিটি প্রতিষ্ঠানেরই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা শক্ত হলে, আইনশৃঙ্খলাবাহিনীর কাজও সহজ হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।