ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঘোড়াঘাট (হিলি) প্রিতিনিধি, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ : হিলিতে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাওতারা এলাকায় টেকনিক্যাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার পশ্চিম পালশা গ্রামের আবদুল গাফফারের ছেলে আব্দুল লুৎফর রহমান (৩৫) এবং একই গ্রামের লোকমান হোসেনের ছেলে মোতালেব (২৯)।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান, খাইরুল বাশার জানান সন্ধ্যায় গোপন সংবাদে খবর পাই সন্ধ্যার পর কোনো এক সময় মোটরসাইকেল যোগে মাদক পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল উপজেলার জালালপুর ব্রিজ এলাকায় টেকনিক্যাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সামনে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
এসময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবকের কথাবার্তা সন্দেহ হলে তাদের তল্লাশি চালানো হয়। এসময় দুজনের প্যান্টের পকেট থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৪৯০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। শনিবার (১৩ নভেম্বর) সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।