‘ইশক উইথ নুসরাত ভালোবাসা বোল্ড’ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার, ০৮ নভেম্বর ২০২১ : অভিনয়ের পাশাপাশি অনেক অভিনয়শিল্পী টিভি কিংবা রেডিও শো সঞ্চালনা করে থাকেন। এবার এ তালিকায় যুক্ত হলেন টলিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। ইশক এফএম-এ ‘ইশক উইথ নুসরাত ভালোবাসা বোল্ড’ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এই তৃণমূল সাংসদ।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠানটির নাম শুনেই বোঝা যাচ্ছে ভালোবাসার গল্প থাকবে এই রেডিও সিরিজ জুড়ে। ভালোবাসা শুধু ফিল্মি ডায়লগে ভরপুর নয়, ভালোবাসার গভীর অর্থ অনেক বড়। সেই সাহস সবার থাকে না। তেমনি কিছু সাহসী ভালোবাসার গল্প নিয়ে আসছে ‘বোল্ড’ নুসরাত জাহান।

গত ২৬ আগস্ট পুত্র সন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। দীপাবলীর দিন ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। নানা বিতর্ক এক পাশে রেখে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। আপাতত কাজ আর সংসার নিয়ে ব‌্যস্ত তিনি।