শাকিব খানের সঙ্গে কাজ করা স্বপ্নের মতো: অপু বিশ্বাস (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার, ০৮ নভেম্বর ২০২১ : ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দেশের চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করছেন তিনি। দীর্ঘ প্রায় দেড় দশকের অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন শতাধিক চলচ্চিত্রে, দর্শক জনপ্রিয়তার দিক থেকে যার অধিকাংশই সফল। এবার চ্যানেল টুয়েন্টিফোর ডিজিটালের তারকাদের সঙ্গে কথপোকথন বিষয়ক অনুষ্ঠান ‘যতকথা’য় রাজীব খানের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস।

কোভিড পরিস্থিতি কাটিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। সিনেমা, বেশ কিছু বিজ্ঞাপন, বেশ কিছু পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন, কিছু ক্যাম্পেইন- সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্য দিয়েই যাচ্ছেন বলে জানান তিনি।

কোন চলচ্চিত্র নিয়ে আশাবাদী এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটি নিয়ে তিনি অনেক বেশি আশাবাদী। তিনি আরও বলেন, প্রত্যেকটি সিনেমা নিয়েই তিনি আশাবাদী, কারণ সিনেমাগুলো তিনি বুঝেই করে থাকেন।

‘ইশা খাঁ’ এবং ‘ছায়াবৃক্ষ’ নামে দুটি সিনেমার কাজ শেষ করেছেন বলে জানান তিনি। তাছাড়া আরও দুই-তিনটি সিনেমার পাণ্ডুলিপি তার কাছে আছে।

বাংলাদেশে আর্টিস্ট হিসেবে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ফলো করেন না জানিয়ে নায়িকা বলেন, ‘সবার মধ্যে সব কিছু থাকা সম্ভব নয়। কিন্তু আমি এক মানুষ হয়ে সমস্ত সৌন্দর্য্য নিয়ে নিতে চাই। কবরী ম্যামের কথা বলার ঢং, তাকানোর স্টাইল আমি ফলো করি। ববিতা ম্যামের স্টাইল, শাবনূর আপুর ন্যাচারাল অভিনয়, পাশাপাশি নাচে পারদর্শী পূর্ণিমা আপুকে ফলো করি’।

নায়কদের মধ্যে অভিনেতা জাফর ইকবালের স্টাইল ভালো লাগে বলে জানান এ অভিনেত্রী। নায়ক রাজ রাজ্জাককে তার নায়িকা হওয়ার পেছনে মূলমন্ত্র হিসেবে মনে করেন তিনি। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘আমার মা রাজ্জাক আংকেলকে খুব পছন্দ করতেন। যখন শুনলেন তিনি আমার বাবার চরিত্রে অভিনয় করবেন, তখন মা অনেক খুশি হয়েছিলেন। কারণ তিনি তার প্রিয় নায়ককে কাছ থেকে দেখতে পারবেন।

অভিনয়, ফ্যাশন, কথা বলার স্টাইল, রোমান্টিক ডেলিভারি- সব মিলিয়ে এখন পর্যন্ত সালমান শা’র বিকল্প কেউ হতে পারেননি বলে নিঃসন্দেহ নায়িকা অপু বিশ্বাস। আর বলিউডে তার পছন্দ শাহরুখ খান।

শাকিব খান প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমি যখন ক্লাস এইটে পড়ি তখন উনার একটা সিনেমা আমি দেখেছিলাম। ওই সিনেমাতে উনাকে অনেক ভালো লেগেছিল। উনার সিনেমা আমরা বান্ধবীরা মিলে দেখতাম, গান গাইতাম। পরবর্তীতে তিনিই আমার নায়ক হয়ে কাজ করবেন এটা একটা স্বপ্ন ছিল।’

ভবিষ্যতে সেই নায়কের বিপরীতে অভিনয়ে প্রস্তাব পেলে কাজ করবনে কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘শাকিব খানের বিপরীতে ৭০টার বেশি সিনেমায় কাজ করেছি। এত সিনেমা তো একজন মানুষ এক জীবনে দেখে উঠতে পারে না। এরপরে দর্শকরা হয়ত আমাদের একসঙ্গে কোনো সিনেমায় দেখতে চাইবেন না।’