মুক্তির প্রথম দিনেই ৩০ কোটি টাকা ব্যবসা করলো ‘সূর্যবংশী’ (ভিডিও)

SHARE
মুক্তি প্রথম দিনেই ৩০ কোটি টাকার ব্যবসা করলো ‘সূর্যবংশী’

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,শনিবার, ০৬ নভেম্বর ২০২১ : বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমা শুক্রবার (৫ নভেম্বর) মুক্তি পেয়েছে। মহামারি করোনার ধকল পুরোপুরি কাটিয়ে উঠার আগেই মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে প্রথম দিনে সিনেমাটি মোট ব্যবসা করেছে ২৬ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ কোটি টাকারও বেশি।

এদিকে একই দিনে মুক্তি পেয়েছে হলিউডের ‘ইটারনালস’ সিনেমা। এ কারণে মুক্তির প্রথম দিন থেকেই সমালোচকদের ধারণা ছিল ‘সূর্যবংশী’র ব্যবসায় প্রভাব পড়তে পারে। কিন্তু এমনটা হয়নি। রোহিত শেঠি পরিচালিত এ সিনেমাটি নিয়ে ‘বক্স অফিস ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম থেকে সিনেমাটির ব্যবসার দিকে দৃষ্টি দিলে অনেকটা গোলমাল-এর মতোই ব্যবসা চলছিল। কিন্তু মহারাষ্ট্রে ৫০ শতাংশ দখলে থাকার জন্য মুম্বাইয়ে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হলিউডের সিনেমাটি ব্যবসা করেছে ৮ কোটি রুপি। তবে সমালোচকদের ধারণা ছিল, দু’টি সিনেমা ৩৩-৩৫ কোটি রুপির নেট ব্যবসা করবে। যা অনেকটাই ২০১৯ সালের ‘হাউজফুল-৪’ মুক্তির সময় ব্যবসা হয়েছিল।

অক্ষয়-ক্যাটরিনা অভিনীত এ সিনেমাটি বিশ্বজুড়ে ৬৬টি দেশে মোট ১৩০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। তবে ভারতে কতটি স্ক্রিনে চলছে তা এখনো জানায়নি বাণিজ্য বিশেষজ্ঞরা।