ধানমন্ডিতে কোটি টাকার আইসসহ জামাই-শাশুড়ি গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি , বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ : রাজধানীর ধানমন্ডিতে প্রায় ১ কোটি টাকার আইস ও ইয়াবাসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বলা হয়েছে, জব্দকৃত মাদক আইসের ওজন ২৭০ গ্রাম। অভিযানটি চালিয়েছিলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর উত্তর বিভাগ। অভিযানে কেবল আইস নয় বেশকিছু ইয়াবাও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে আজ সন্ধ্যা ৬ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তরের তেজগাঁওস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।