শতাধিক নৃত্যশিল্পী নিয়ে দুর্গাপূজার গান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১ : পূজা এলে প্রতি বছরই আলোর মুখ দেখে একাধিক গান। ব্যতিক্রম হচ্ছে না এবছরও। এরইমধ্যে মুক্তি পেয়েছে বিপ্লব সাহার আয়োজনে ‘জয় জয় দুর্গা মায়ের জয়’। এই ফ্যাশন ডিজাইনারের দাবি এর আগে এতো বাজেট নিয়ে তৈরি হয়নি কোনো গান।

গানের শিরোনাম ‘জয় জয় দুর্গা মায়ের জয়’। সঞ্জীবন চক্রবর্তী ও উজ্জ্বল সিনহার লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

পূজা উপলক্ষে প্রকাশ পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস, জাকিয়া সুলতানা কর্ণিয়া ও স্বপ্নীল সজীব।

ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘এ বছর কাজ করেছি ‘জয় জয় দুর্গা মায়ের জয়’ শিরোনামে একটি গানে। এই গানে কণ্ঠ দিয়েছে সবার পরিচিত মুখ। তারা গানটির জন্য অনেক পরিশ্রম করেছেন। আশা করি গানটিতে আপনাদের মনভরে যাবে।

কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির মূল ভাবনা সার্বিক আয়োজন শিল্পী নির্বাচন ও প্রযোজনা করেছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

তিনি আরও বলেন, একটা পূজাবাড়িতে কি রকমের সুখ, দুঃখ, আনন্দ, হাসি-কান্না প্রেম-ভালোবাসা থাকে আনন্দ উচ্ছ্বাস থাকে এই গানের মধ্য দিয়ে আমরা সেটি ফুটিয়ে তুলার চেষ্টা করেছি। আমরা চাই পোশাকের মধ্যদিয়ে আমাদের যত রকমের ঐতিহ্য আছে, প্রতিটা সংস্কৃতির যতরকমের ঐতিহ্য আছে গানটিতে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি।

গানটির মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী। বিপ্লব সাহার দাবি এর আগে এতো বাজেট নিয়ে তৈরি হয়নি কোনো গান।

বিপ্লব সাহা বলেন, ‘বিশ্বরঙ’ কোনো কিছু ছোট করে দেখতে পারে না। বিশ্বরঙ এতো বড় একটা পরিবার উচ্ছ্বাস, আনন্দের সঙ্গে এই কাজগুলো করে থাকে। আশা করি এই গানটি আপনাদের মনে দাগ কাটবে। প্রত্যেকটি পূজামণ্ডপে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি পূজামণ্ডপে এই গানটি বাজবে।

কল্পলোকের ব্যানারে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফিতে রয়েছেন সাইফুল ইসলাম।