ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,বুধবার, ০৬ অক্টোবর ২০২১ : অর্থ আত্মসাতের মামলায় এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমান মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হন। এরপর তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে এদিন বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তার জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার জাহিদ হাসান জামিনের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, জামিনযোগ্য ধারা হওয়ায় আদালত দুই হাজার টাকা বন্ডে আগামী ধার্য তারিখ পর্যন্ত আসামি আব্দুর রহমানের জামিন মঞ্জুর করেন।
আগামী ২ নভেম্বর মামলাটির পরবর্তী তারিখ ধার্য রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, প্রতারণার অভিযোগে নাসির ট্রেড সেইনরের ব্যবস্থাপনা প্রশাসক বজলুর রশীদ আদালতে আব্দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গ্রেপ্তারের আদেশ থানায় আসার পর সকালে গুলশানের বাসা থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।
এর আগে গত রোববার জাল কার্যাদেশ এবং অবৈধ ব্যাংক গ্যারান্টি দিয়ে ১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় এবি ব্যাংকের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের জামিন আবেদন নাকচ কারাগারে পাঠিয়েছেন আদালত।
ওই দুইজন হলেন- এবি ব্যাংকের এভিপি ও রিলেশনশিপ ম্যানেজার আবদুর রহিম ও ভিপি শহিদুল ইসলাম।
গত ৮ জুন দুদকের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ এবি ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মসিউর রহমান চৌধুরী, শামীম আহমেদ চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।