সৌদি আরবে বাড়ছে নারী উবার চালকের সংখ্যা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ : রাইড শেয়ারিং কোম্পানি উবার জানিয়েছে, গত বছরে সৌদি আরবে নারী উবার চালকের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। সৌদি আরব রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত হলেও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি সেখানে ব্যাপক পরিবর্তন আনতে চাচ্ছেন। আরব নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

সৌদি আরবের নারী চালক এবং নারী যাত্রীদের এই প্লাটফর্ম ব্যবহারে উৎসাহ দিতে দেশ-নির্দিষ্ট নীতি চালু করেছে উবার। কোম্পানিটির ‘উইমেন প্রেফার্ড ভিউ’ এর মাধ্যমে দেশটির নারী উবার চালকরা কেবল নারী যাত্রীই বেছে নিতে পারছেন।

২০২০ সালে এই প্রকল্প হাতে নেয়া হয়। এরপর যে শুধু নারী চালকের সংখ্যাই বেড়েছে তা নয়; বেড়েছে নারী যাত্রীর সংখ্যাও। সৌদি আরবে উবারের জেনারেল ম্যানেজার মোহাম্মদ গাজ্জাজ এই নীতির সাফল্যের প্রশংসা করেছেন।

তিনি বলেন, গাড়িতে যাতায়াত এবং আত্মবিশ্বাসের সঙ্গে গাড়ি চালানোর ক্ষেত্রে নারীদের জন্য আসলে কী গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আমরা কয়েক মাস ধরে গবেষণা এবং ফোকাস গ্রুপে সময় বিনিয়োগ করেছি। এছাড়া এমন উদ্যোগ তৈরিতে সহায়তা করেছি, যা নারীদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে।

গাজ্জাজ আরও বলেন, নমনীয় আর্থিক সুযোগ এবং নারীরা যাতে তাদের কর্মস্থলে যেতে পারেন, সেজন্য সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আমরা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যকে সমর্থন করি। এদিকে নারীর ক্ষমতায়নে সৌদি সরকারের একটি পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে আরেকটি প্রকল্প শুরু করেছে উবার।