কখনো এনএসআই কখনো পিএম কার্যালয়ের বড় কর্মকর্তা তারা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নেত্রকোনা প্রতিনিধি,শনিবার, ০২ অক্টোবর ২০২১ : কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের বড় কর্মকর্তা, কখনো এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো সাংবাদিক পরিচয় দেন একটি প্রতারক চক্রের তিন সদস্য। তারা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোনা মেডিকেল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে জেলার বিভিন্ন এলাকার মানুষদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৪৩ লাখ টাকা।

এরপরও নিয়োগ প্রত্যাশীদের কাছে আরও টাকা দাবি করেন ওই চক্রের সদস্যরা। এতে সন্দেহ হলে প্রতারকদের আটক করে পুলিশে সোপর্দ করেন ভুক্তভোগীরা।


এ ঘটনায় মো. নাজমুল হাসান খান নামে এক ভুক্তভোগী বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সাতরশিয়া গ্রামের মৃত ইমদাদুল হকের ছেলে রেজাউল হক টিটু, গাজীপুরের শ্রীপুর থানার গলধাপাড়া গ্রামের মৃত আ. হেকিমের ছেলে আবুল কালাম আজাদ ও নেত্রকোনা সদরের আমতলা ইউনিয়নের দুগয়া গ্রামের মৃত আ. হাকিমের ছেলে আবু সায়েম।

এদের মধ্যে টিটু নিজেকে সিএনএন অনলাইনের স্টাফ রিপোর্টার দাবি করেছেন। তবে আটক হওয়ার সময় তিনি এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তারদের কাছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য স্বাক্ষরিত অফিস সহকারী পদে বেশ কয়েকটি নিয়োগপত্র পওয়া গেছে। এভাবেই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত বেশ কজনের নিয়োগপত্র পাওয়া গেছে। তাদেরকে গোপনে নিয়োগ হবে বলে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়েছেন। এদের সঙ্গে স্থানীয় এবং প্রতিষ্ঠানগুলোর কেউ জড়িত রয়েছে কিনা সেটিও দেখা হচ্ছে। পুলিশ তাদের রিমান্ড চেয়েছে।