ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি) রাণীশংকৈল (ঠাকুরগাঁওয়) প্রতিনিধি, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাঁঠালগাছে বেধে নাসিরুল ইসলাম (২২) নামে এক মেয়ে জামাইকে নির্যাতনের ঘটনায় শাশুড়ি সেলিনা আক্তার (৪৫) কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলার বগুড়াপাড়া থেকে ওই শাশুড়িকে আটক করা হয়।
পুলিশ জানায়, বগুড়াপাড়া এলাকার করিমুল ইসলামের মেয়ে কেয়া মনির দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে পাশের গ্রামের নাসিরুল ইসলামের (২২)। উভয়ের সম্মতিতে ৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও আদালতে বিয়ে করে দুজন ঢাকায় চলে যায়। শ্বশুর শাশুড়ির সম্মতি না নিয়ে বিয়ে করার পর তা ছড়িয়ে পড়লে এলাকার মাতব্বরেরা ছেলে ও মেয়ের পরিবারকে নিয়ে আলোচনায় বসে।
আলোচনায় সিদ্ধান্ত হয়, ছেলে মেয়ের বিয়ে মেনে নেওয়া হবে। সেই মোতাবেক ওই ছেলে ও মেয়েকে ঢাকা থেকে নিয়ে আসা হয়। পরবর্তীতে ছেলেকে ডেকে বগুড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি কাঁঠাল গাছের সঙ্গে বেধে বেধড়ক মারপিট করে মেয়ের বাবা, মা ও তার আত্মীয়রা।
পরে এ সংক্রান্ত একটি ভিডিও কয়েকজনের ফেসবুকে প্রচার হলে পুলিশ দুপুরে নির্যাতনকারী ওই শাশুড়িকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল জানান, একটি ভিডিও দেখার পর আমরা অভিযান পরিচালনা করে ওই ঘটনার সঙ্গে জড়িত সেলিনা আক্তারকে আটক করি। ছেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।