যশোরে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা দিল স্বামী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),যশোর প্রতিনিধি,সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ : যশোরে যৌতুক দাবির অভিযোগে সোমাইয়া আক্তার মিম নামে এক নারীর বিরুদ্ধে আদালতে মামালা দায়ের করেছেন তার স্বামী। রোববার (১৯ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার জন্য ফতেপুর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত সোমাইয়া আক্তার মীম যশোর শহরতলীর শেখহাটি বাবলাতলার শাহীন হোসেনের মেয়ে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২১ অক্টোবর পারিবারিকভাবে সোমাইয়া আক্তার মিমের সঙ্গে আব্দুর রহমানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতে আব্দুর রহমান লক্ষ্য করেন তার স্ত্রী মিম উচ্চাভিলাষী জীবন যাপনে অভ্যস্ত। নামীদামী জিনিষপত্র এনে দিতে ব্যর্থ হলে মিম তার স্বামীর সঙ্গে দুর্ব্যবহার ও সংসারে অশান্তি সৃষ্টি শুরু করে। স্ত্রীর চাহিদা পূরণে যথাসাধ্য চেষ্টা করতো আব্দুর রহমান। এরপর নানা অজুহাতে মিম সংসারে অশান্তি সৃষ্টি করতে থাকে।

একপর্যায়ে মিম তার স্বামীকে ১০ কাঠা জমি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। বিষয়টি আব্দুর রহমান শ্বশুরবাড়ির লোকজনদের জানালে তারা কর্ণপাত করেনি। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর আব্দুর রহমানের শাশুড়ি তার বাড়িতে আসেন। মিমের যৌতুকের বিষয়টি নিয়ে কথা উঠলে দাবীকৃত ১০ কাঠা জমি তার নামে লিখে না দিলে সংসার করবে না বলে জানিয়ে চলে যায়।

সবশেষ বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে আব্দুর রহমান যৌতুক নিরোধ আইনে এ মামলা করেন।