রিকশাচালকের ধাওয়ায় টাকা ফেলে পালালেন ডাকাতরা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মুরাদনগর প্রতিনিধি,রোববার, ১৯ সেপ্টেম্বর ২০২১ : ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) থাকেন দোতলায়। নিজ তলার ভাড়াটিয়ার বাসায় অস্ত্র ঠেকিয়ে দিনে-দুপুরে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় রিকশা চালকের ধাওয়া খেয়ে টাকা ফেলে পালালেন ডাকাতরা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

ভুক্তভোগী উপজেলার রামপুর গ্রামের ইসমাঈল মোল্লার ছেলে কাউসার আহম্মেদ। উপজেলা পরিষদের পাশের আবুল খায়েরের বিল্ডিংয়ের নিচতলার এ-টু ফ্লাটের ভাড়াটিয়া।
কাউসার আহম্মেদ বলেন, কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিতেই দুই যুবক আমার ফ্লাটে ঢুকে গলায় ছুরি ধরে এবং দুহাত বেঁধে ফেলে। মেরে ফেলার ভয় দেখালে আমি সহসায় আলমারির চাবি দিয়ে দেই।
চাবি পেয়ে তারা আমাকে বাথরুমে ঢুকিয়ে বাহির থেকে দরজা আটকিয়ে দেয়। আমিও ভেতর থেকে দরজা আটকিয়ে দিয়ে বাথরুমের ছোট জানালা দিয়ে মাথা বের করে ‘ডাকাত আসছে আমাকে বাঁচান’ বলে চিৎকার দেই।
চিৎকার শুনে পাশের বিল্ডিংয়ে কাজ করা রাজমিস্ত্রিরা এগিয়ে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে ঘরে থাকা নগদ টাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে ডাকাতরা দৌড়ে পালিয়ে যায়।

টাকা উদ্ধারকারী রিকশা চালক ফারুক বলেন, ডাকাতরা ধাওয়া খেয়ে পালানোর সময় আমিও তাদের পেছন পেছন দৌড়াইতে থাকি। অবস্থা বেগতিক দেখে টাকার ব্যাগ ফেলে দেয় ডাকাত। টাকা উদ্ধার করে মালিক কাউসার আহম্মেদের কাছে পৌঁছে দিয়েছি।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান জানান, এই বিষয়ে কেউ অভিযোগ করেননি।