প্রাথমিক বিদ্যালয়ে চাঁদাবাজি, কথিত সাংবাদিক গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ,বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছে চাঁদা চাইতে গিয়ে আলী আজম নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা অপর এক কথিত সাংবাদিক পালিয়ে যান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আলী আজম ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সত্যের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বলেন, মঙ্গলবার সকালে শিক্ষকরা যার যার ক্লাস নেওয়ার সময় আলী আজম ও আশিকুর রহমান রনি বিদ্যালয়ে গিয়ে নিজেদেরকে সাংবাদিক ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। পরে তারা স্কুলের হাজিরা খাতা ও স্কুলের বিভিন্ন নথি দেখতে চান। শিক্ষকরা তাদেরকে হাজিরা খাতা ও নথি দেখাতে অস্বীকার করায় আলী আজম ও রনি শিক্ষকদের উপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তারা শিক্ষকদের গালাগাল শুরু করে। পরে তারা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করবেন বলে জানান।

শিক্ষকরা তাদের অপরাধ কি জানতে চাইলে এরা দুইজন বিষয়টি সমাধান করার কথা বলেন ও সমাধান করার কথা বলে শিক্ষকদের কাছে ২০ হাজার টাকা চান তারা। শিক্ষকরা টাকা দিতে অস্বীকার করলে তারা পুনরায় শিক্ষকদের গালাগাল শুরু করেন।

বিষয়টি দেখতে পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে আশিকুর রহমান রনি পালিয়ে যায়। এলাকাবাসী তখন আলী আজমকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান বাদি হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।