পুলিশ প্রধান বেনজীর আহমেদের নাম ব্যবহার করে প্রতারণা, আটক ১

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১ : পুলিশ প্রধান বেনজীর আহমেদের ছবি, নাম ও ভূয়া নম্বরের মাধ্যমে ফোন করে প্রতারণা করা এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল ধানমন্ডি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃত আরিফ মাইনুদ্দিনক একটি বেসরকারী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। করোনাকালে চাকুরী যাওয়ার পর কোন কাজ না পেয়ে এমন প্রতারণা পরিকল্পননা করেন তিনি।

আরিফ মূলত আইজিপি সেজে বিভিন্ন ব্যবস্যায়ী ও ব্যাংক কর্মকর্তাকে ফোন করে তাদের দূবলতার সুযোগে টাকা হাতিয়ে নিতো। পুলিশ জানায়, সে যে নম্বর দিয়ে কথা বলতো সব জায়গায় পুলিশ প্রধান বেনজীর আহমেদের ছবি ও নাম ব্যবহার করতো।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আরিফ মাইনুদ্দিন বিভিন্ন মাধ্যমে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন দপ্তর ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের ফোন করে নিজেকে আইজিপি দাবী করে অবৈধ সুবিধা নিয়ে আসছিল।