ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০৩ সেপ্টেম্বর ২০২১ : পরীমনির ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওয়তায় নিয়ে দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। তিনি বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের সঠিক বিচারের আওতায় আনতে হবে। তা না হলে মাদক বলেন, গণিকাবৃত্তি বলেন বা জুয়া বলেন, কিছুই নিয়ন্ত্রণে আনতে পারবেন না।’
শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরীমণির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোকে সরকারের অত্যন্ত গুরুত্ব দেয়া দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এ বিষয়গুলোর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা দরকার।’
পরীমণির তদন্ত প্রসঙ্গে এমপি হারুন বলেন, ‘এটাকে কেন্দ্র করে যে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছিল, সেই কর্মকর্তাকে এরইমধ্যে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এ অভিযানটি র্যাব চালিয়েছিল। র্যাব এটির তদন্তের দাবি জানিয়েছিল, কারণ এর পেছনে অনেক বড় শক্তি জড়িত। এসব অপরাধীদের যারা ব্যবহার করছে, তাদের চিহ্নত হওয়া দরকার।
পরীমণিকে বারবার রিমাণ্ডে নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এরজন্য হাইকোর্ট জজকোর্টের বিচারকদের নথি তলব করেছে। এটি জনগণের মধ্যে ভিন্ন ধারনার তৈরি করছে।’
বহুল আলোচিত বোট ক্লাবে পুলিশ প্রধানের সংশ্লিষ্টতা প্রসঙ্গে এমপি হারুন বলেন, ‘আইজিপি সরকারের অনুমতি নিয়ে ক্লাবটির সভাপতি হয়েছেন কিনা, সে বিষয়ে আমি আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছি।’
তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বেপরোয়া। তারা ছিনতাই, মাদক কারবারীর সঙ্গে জড়িয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনটি বিষয়ের ওপর বিবৃতি দাবি করছি। প্রথমত মাদক, গণিকাবৃত্তি, জুয়া খেলা ও বোট ক্লাবটি সরকারের অনুমতি নিয়ে হয়েছে কি-না এবং সেখানে পুলিশপ্রধান অনুমতি নিয়ে সভাপতির দায়িত্ব পালন করছেন কিনা?’