ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জ প্রতিনিধি,শনিবার, ২৮ আগস্ট ২০২১ : নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়ি ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। আসামিরা জেল থেকেই চোরাকারবারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে গাড়ি চুরির পরিকল্পনা করত।
শনিবার (২৮ আগস্ট) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটকদের কাছ থেকে দেশীয় অস্ত্র, তিনটি পিকআপ ও একটি সিএনজি জব্দ করা হয়। গত কয়েক বছরে গাড়ি চুরি ও ছিনতাই করে কোটি টাকার মালিক হয়েছে চক্রটি।
ঢাকা, চট্টগ্রাম, সাভার ও গাজীপুরের মহাসড়কে মাঝেমাঝেই ঘটত গাড়ি চুরি বা ছিনতাই এর ঘটনা। চক্রটি কয়েকটি কৌশলে গাড়ি চুরি করত।
এরমধ্যে অন্যতম হল গাড়ি ভাড়া নিয়ে অচেতন করা হয় ড্রাইভারকে। এরপর ড্রাইভারকে ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয়। এরই এক পর্যায়ে গাড়ির মালিককে ফোন দিয়ে টাকা দাবি করা হয়।
এক ড্রাইভার বলেন, ধোলাইখাল থেকে ভাড়ার কথা বলে নিয়েছে ফতুল্লা। এরপর আমাকে জুস খাইয়ে অজ্ঞান করে রাস্তায় ফেলে দিয়ে যায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অনেক সময় চুরি করা গাড়ির যন্ত্রাংশ খুলে তা বিক্রি করে চক্রটি।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, তারা দেশের বিভিন্ন স্থানে গাড়ি চুরির সঙ্গে জড়িত। মূল সমন্বয়ক আজিম। ইতিপূর্বে এই চক্রের কয়েকজন সদস্য গত ১১ আগস্ট এবং পরবর্তী র্যাবের বিভিন্ন অভিযানে তারা গ্রেপ্তার হয়েছে।
চক্রের মোট সদস্য ১৫ থেকে ২০ জন। বাকিদেরও আটক করতে অভিযান চলছে। দলে রয়েছে একাধিক দক্ষ মেকানিক। এদের সবাই চোখের নিমিশে তালা দিয়ে রাখা গাড়ি ডুপ্লিকেট চাবি দিয়ে খুলে ফেলতেও সক্ষম।
আল মঈন বলেন, এই গাড়িগুলো মডিফিকেশন বা বিক্রি করার আগ পর্যন্ত বিভিন্নভাবে চোরাকারবারী কর্তৃক ভাড়ায় ব্যবহৃত হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। গ্রেপ্তার আসামিরা ইতোমধ্যে অনেকেই জেলে ছিল এবং জেলে থাকাকালীন সময় তারা বিভিন্ন এই চোরাকারবারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়েছে। এভাবে তারা তাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেছে।
৫ থেকে ৬ বছরে এই চক্রটি গাড়ি চুরি বা ছিনতাই করে কোটি টাকার মালিক বনে গেছে।