ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),এম জে রনি মেঘনা উপজেলা হইতে,শুক্রবার, ২৭ আগস্ট ২০২১ : মেঘনা উপজেলা বাস্তবায়ন পরিষদ ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৯৮ ?ালের শেষদিকে দাউদকান্দি উপজেলার ৪টি ইউনিয়ন এবং হোমনা উপজেলার ৪টি ইউনিয়ন নিয়ে মেঘণা উপজেলা গঠিত। এই উপজেলার একপাশে দেশের বৃহত্তম মেঘনা নদী অবস্থিত তাই এই নদীর নাম অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মেঘনা নামেই উপজেলার নামকরণ করেন। মেঘনাকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। মেঘনা উপজেলা বাস্তবায়ন পরিষদ ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সকাল ৯টায় মেঘনা উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ ও বঙ্গবন্ধু ও তার পরিবারেরর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল আলম, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফ্ফার হাউদ, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মৃধা প্রমুখ।