দ্বিতীয় স্ত্রীকে খুনের পর লাশ গুমের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),টাঙ্গাইল প্রতিনিধি,বুধবার, ২৫ আগস্ট ২০২১ : টাঙ্গাইলে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান ওর‌ফে হাজী মোর্শেদের বিরুদ্ধে স্ত্রীকে হত্যা ক‌রে লাশ গুমের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোর্শেদের দ্বিতীয় স্ত্রীর বাবা সৈয়দ শরিফ উদ্দিন বাদি হয়ে মোর্শেদকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আ‌রও ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আসামিরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকার মৃত আব্দুল মোমেনের ছেলে মুন্সী তারেক পটন (৪৯), মৃত লুৎফর রহমানের ছেলে পারভেজ খান রনি (৩৬), সোহেল ওরফে বাবু (২৭), দুলাল সূত্রধরের ছেলে অন্তর সূত্রধর (২৭), কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের প্রথম স্ত্রী সুমা (৪৫), মুন্সী তারেক পটনের স্ত্রী লিনা (৪০), শামীম আল মামুনের ছেলে রাফসান (২৮), মৃত আজিজ মিয়ার ছেলে আয়নাল মিয়া (৪৫)।

মামলা সূত্রে জানা যায়, কাউন্সিলর মোর্শেদের বাসার সামনে সৈয়দ শরিফ উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া থাকতেন। সেখান থেকে ২০১২ সালের জুন মাসে তার মেয়ে পিংকিকে মোর্শেদের লোকজন অপহরণ করে। পরে ১৭ নং ওয়ার্ডের কাজী মোস্তফার মাধ্যমে মোর্শেদ ও সৈয়দ আমেনা পিংকির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জোর করে কাজী মোস্তফার বালাম বই থেকে মোর্শেদ তাদের কাবিন নামা ছিড়ে ফেলে দেয়। তাদের সংসারে ছয় বছরের এক মেয়েও রয়েছে। দুই স্ত্রী থাকায় মোর্শেদের পরিবারের মাঝে মধ্যেই ঝগড়া লেগে থাকত। ২০১৭ সালের ২৬ জানুয়ারি রাতে মুন্সী তারেক পটনের বাসায় দাওয়াতের কথা বলে পিংকিকে নিয়ে যায় মোর্শেদ। সেখানেই অভিযুক্ত আসামিরা পিংকিকে হত্যা করে লাশ গুম করে। এতোদিন কাউন্সিলর মোর্শেদের ভয়ে মামলা করতে সাহস পায়নি নিহতের পরিবার।
মামলার বাদী সৈয়দ শরিফ উদ্দিন বলেন, আমার মেয়ে পিংকিকে মোর্শেদ জোর করে অপরহরণ করে বিয়ে করে। এরপর মোর্শেদসহ তার বাহিনীর লোকজন আমার মেয়েকে হত্যা করে। মোর্শেদসহ তার ক্যাডার বাহিনীর ফাঁসি দাবি করছি।