স্বর্ণবার আত্মসাত: ডিবির পরিদর্শকসহ ৬ কর্মকর্তা গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফেনী প্রতিনিধি,বুধবার, ১১ আগস্ট ২০২১ : চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণবার নিয়ে আত্মসাতের অভিযোগে ফেনী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শকসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী গণমাধ্যমে জানান, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ফেনীতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়। বাকি পাঁচটি স্বর্ণবার উদ্ধারের চেষ্টা চলছে।

এছাড়া স্বর্ণবারগুলো বৈধ না অবৈধ তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে বলেও জানান তিনি।
গ্রেপ্তার ছয় কর্মকর্তা হলেন—ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।
পুলিশ জানায়, গত ৮ আগস্ট বিকেলে স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে যান তারা।
এ ঘটনায় পরদিন ৯ আগস্ট ফেনী সদর মডেল থানায় ওই ব্যবসায়ী মামলা করলে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হবে।