অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে বহন করা হচ্ছে গাঁজা!

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি, শনিবার, ০৭ আগস্ট ২০২১ : সাধারণত চিকিৎসার জন্য অসুস্থ রোগীকে এক স্থান থেকে অন্যস্থানে যাতায়তে ব্যবহার করা হয় অ্যাম্বুলেন্স। জরুরি স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত থাকে বলে খুব সহজে এ বাহনটি পার হতে পারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চৌকি। অথচ সেই অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে বহন করা হচ্ছে গাঁজা।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গাঁজা বহনকারী অ্যাম্বুলেন্সসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলো মো. কামরুল হাসান ও এনামুল হক।

গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, যাত্রাবাড়ীর উত্তর দনিয়ায় গাঁজা বিক্রির জন্য অ্যাম্বুলেন্সসহ অবস্থান করছে কতিপয় মাদক ব্যবসায়ী।

এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর উত্তর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় কামরুলকে। আর অ্যাম্বুলেন্সের ভিতরে বসা অবস্থায় গাঁজাসহ গ্রেফতার করা হয় এনামুলকে। তাদের থেকে উদ্ধার করা হয় ৪৪ কেজি গাঁজা।

হকারী পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়ীয়া জেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা ক্রয় করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে।