ফ্রিজে মাংস রাখা নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রৌমারী প্রতিনিধি,বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ : একই ফ্রিজে কোরবানির মাংস রাখা নিয়ে বিবাদের জেরে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নিহত হয়েছে। বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় দিকে কুড়িগ্রামের রৌমারীতে এ ঘটনা ঘটে।

নিহত নইমুদ্দিনের (৫৫) বাড়ি উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর হামিদপুর গ্রামে। নিহত নইমুদ্দিন ও ঘাতক মো. জলিল পরস্পর সৎ ভাই। তাদের বাবা একজন হলেও মা আলাদা। তারা একই বাড়িতে বসবাস করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্তাছির বিল্ল্যাহ জানান, ঘটনার সময় একই ফ্রিজে কোরবানির মাংস রাখা নিয়ে দুই ভাইয়ের বিবাদের এক পর্যায়ে ছোট ভাই জলিলের ঘুষিতে সিঁড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান বড় ভাই নইমুদ্দিন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
তিনি বলেন, ঘাতক ছোট ভাই মো. আব্দুল জলিলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) ময়না তদন্তের জন্য নিহতের লাশ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের কন্যা মর্জিনা বেগম (২৬) মামলার প্রস্তুতি নিচ্ছেন।