লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

SHARE
লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,সোমবার, ১৯ জুলাই ২০২১ : পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ। হাজিদের কণ্ঠে আরাফাতের ময়দান মুখরিত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে।

সূর্যোদয়ের পর মিনা ছেড়ে আরাফাতের ময়দানে পৌঁছান হাজিরা। মসজিদে নিমরায় খুতবা দেবেন, শায়খ ড. বানদান বিন আবদুল আজিজ বালিলাহ। যা বাংলাসহ ৯টি ভাষায় প্রচার করা হবে।

জোহর ও আসর নামাজ একসাথে আদায় শেষে মুজদালিফায় যাবেন হাজিরা। সেখানেই রাত কাটাবেন।

শয়তানের উদ্দেশে মারার জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করে, আগামীকাল ফজরের পর ফিরবেন, মিনায়। এখানে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথার চুল কাটাবেন হাজিরা।

মসজিদুল হারাম থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দান। ১৪০০ বছর আগে এই ময়দানেই মোহাম্মদ (সা.) ঐতিহাসিক বিদায়হজের ভাষণ দিয়েছিলেন।