চিকিৎসককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার (ভিডিও)

SHARE
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মুক্তাগাছা প্রতিনিধি,বুধবার, ০৭ জুলাই ২০২১ : চিকিৎসকের মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলা যুবলীগ সভাপতিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় কয়েকজন। এসময় সরাসরি কর্তব্যরত মেডিকেল অফিসারের রুমে গিয়ে উপজেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনির বাসায় গিয়ে স্যাম্পল আনতে চাপ প্রয়োগ করে তারা। কিন্তু তাৎক্ষণিক না আনতে পারায় বাকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে দরজা বন্ধ করে চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী চিকিৎসক এ এইচ এম সালেকিন মামুন বলেন, দুপুরের পরে আমি রুমে বসে কাজ করছিলাম। এমন সময় তারা এসে আমাকে বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতে বলেন। তখন স্যাম্পল সংগ্রহকারীরা না থাকায় এখন যাওয়া যাবে না বললে গালাগালি শুরু করে তারা। এক পর্যায়ে আমাকে মারধর করে তারা। আমি এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।
এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক নিজেই বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত যুবলীগ সভাপতি মনিসহ তার চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার আহামার উজ্জামান বলেন, এই সময়ে চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচানোর কাজ করছে। তাদের সাথে এ ধরনের আচরণ কাম্য নয়। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলায় কর্মরত চিকিৎসকেরা।

সাম্প্রতিক সময়

আন্তর্জাতিক

বাদগিজ রাজধানীর প্রবেশমুখেই তালেবান,কারাগার ভাঙছে বন্দিরা

স্বাস্থ্য

করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ

বাংলাদেশ

নরসিংদীতে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

শিক্ষা

ঢাবিতে ছাত্রলীগ নেতার জন্মদিনে স্বাস্থ্যবিধিকে বৃদ্ধাঙ্গুলি!

বাংলাদেশ

তিন পুলিশ সুপারকে বদলি

আন্তর্জাতিক

ভারতের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক

দুর্বৃত্তদের হামলায় হাইতির প্রেসিডেন্ট নিহত