ভুয়া ওয়েবসাইট খুলে চাকরির বিজ্ঞাপন, শত শত মানুষকে প্রতারণা

SHARE
চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,রোববার, ০৪ জুলাই ২০২১ : এয়ারপোর্ট কাস্টমস হাউজের ভুয়া ওয়েবসাইট খুলে, বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন। প্রতারণার এমন ফাঁদে ফেলে, শত শত মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এক চক্র। তবে, অবশেষে ধরা পড়েছে, গোয়েন্দা জালে।

পুরান ঢাকার বংশালের আব্দুল্লাহ আল সোহাগ। কাস্টমস হাউজে ছোট ভাইয়ের চাকরির জন্য রবিন নামে একজনকে আড়াই লাখ টাকা দেন তিনি। কিন্তু, চাকরি হবে হবে করে, বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ায় অবশেষে মামলা করেন সোহাগ। এমন আরও অভিযোগ জমা পড়ে থানায়।

এমন অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে, গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট। খোঁজ মেলে রবিনের মতো আরেক প্রতারক খোকনের। দুজনে মিলে, চাকরি দেয়ার নামে হাতিয়ে শত শত মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে, কয়েক কোটি টাকা।

পুলিশ জানায়, মূলত এয়ারপোর্ট কাস্টমস হাউজে চাকরি দেয়ার নামে, সাধারণ মানুষের থেকে টাকা নেয়, খোকন ও রবিন। দেয়া হয়, নিয়োগপত্রও। তবে, চাকরিতে যোগ দিতে গিয়ে নিয়োগপাওয়া ব্যক্তি দেখেন, সবই ভুয়া। এছাড়া, বিদেশ থেকে আসা বিভিন্ন পণ্য নিলামে কম টাকায় কিনে দেয়ার কথা বলেও অর্থ আত্মসাৎ করে তারা।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, কাস্টমস হাউজের মতোই ‘কাস্টম’ নামে ভুয়া-সাইট ও মেইল অ্যাকাউন্ট খুলেছিল এই প্রতারকরা। যা বোঝা, সাধারণ মানুষের জন্য কঠিন।

তাই চাকুরির বিজ্ঞাপন দেখেই, খোঁজ-খবর না নিয়ে লেনদেন না করার পরামর্শ দিলেন, পুলিশের এই কর্মকর্তা।