ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ০৩ জুলাই ২০২১ : এমআইটি ও হার্ভার্ডের একদল গবেষক তৈরি করলো করোনা শনাক্তকারী মাস্ক। মাত্র ৯০ মিনিটেই জানা যাবে করোনার রিপোর্ট। মাস্কের ভিতরে থাকা সেন্সর, শনাক্ত করবে করোনা। সম্প্রতি বিখ্যাত জার্নাল ন্যাচার বায়োটেকনোলজিতে প্রকাশিত হয় এ রিপোর্ট।
মাস্ক দিয়ে করোনা পরীক্ষা। শুনতে অবাক লাগলেও, এমন সুখবর দিয়েছে হার্ভার্ড ও এমআইটি’র একদল গবেষক।
হাসি-কাশি জমার জন্য পাত্রের মতো একটি জলাধার রয়েছে এ বিশেষ মাস্কে। আছে সেন্সর এবং একটি বোতাম। বোতাম চাপলেই জলাধার থেকে সেন্সরে চলে যাবে নিঃশ্বাসের সাথে বাইরে আসা পানি। মাত্র ৯০ মিনিট পরই পাওয়া যাবে, করোনার ফল।
রিপোর্ট পজেটিভ হলে, মাস্কের সেন্সরে দুটি দাগ ভেসে উঠবে। আর নেগেটিভ হলে দেখা যাবে একটি দাগ। গোপনীয়তার জন্য এ রিপোর্ট কেবল জানতে পারবেন মাস্ক পরিধানকারী। খুব সহজে স্মার্টফোনেও মিলবে টেস্টের ফল।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার এনগুয়েন বলেন, এটি পিসিআর পরীক্ষার মতোই। কোভিড-19 এর দ্রুত বিশ্লেষণের জন্য যে অ্যান্টিজেন পরীক্ষাগুলো করা হয়, এটিও তেমন দ্রুতই পরীক্ষার ফল দেবে।
শুধু মাস্কেই নয়, ল্যাবে ব্যবহৃত অ্যাপ্রনেও ব্যবহার করা যাবে, এ সেন্সর। গবেষকদের আশা, মহামারী মোকাবিলায় যথেষ্ট কার্যকারিতার প্রমাণ দেবে, করোনা শনাক্তের এ মাস্ক।
উইস ইনস্টিটিউটের গবেষক নিনা ডোঙ্গিয়া বলেন, অনেক দেশেই এখনও করোনা পরীক্ষার কিটের সংকট আছে। আশা করছি, আমাদের এ প্রযুক্তি মহামারী মোকাবিলায় যথেষ্ট কার্যকরিতার প্রমাণ দেবে।
শিগগিরই এ মাস্ক বাজারে আসছে বলে আভাস দিয়েছেন আমেরিকান গবেষকদল।