মগবাজারে বিস্ফোরণ: সিসিটিভি ফুটেজ প্রকাশ (ভিডিও)

SHARE
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ২৮ জুন ২০২১ : রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনতলা ভবনে ওই বিস্ফোরণে এক শিশু ও তার মাসহ ৭ জন নিহত হয়েছেন।  
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বিস্ফোরণের সময়ের সিসিটিভির একটি ভিডিও ফুটেজ। ভিডিওটি দুর্ঘটনাকবলিত ভবনটির পাশে অবস্থিত আড়ং আউটলেটের।
ভিডিওতে দেখা যায়, আউটলেটে প্রবেশের পথ দিয়ে লোকজন আসা-যাওয়া করছেন। হঠাৎ ধেয়ে আসে বিস্ফোরণের হলকা। ভেঙে যায় আউটলেটের কাচ। নেমে আসে অন্ধকার। বিস্ফোরণের পরপরই লোকজনকে ছুটোছুটি করতে দেখা যায়।
এখন পর্যন্ত সাত জনের মৃত্যুসহ এ ঘটনায় ৫০ জনের ওপর আহত হয়েছেন। এরইমধ্যে বিস্ফোরণে নিহতদের মরদেহ বুঝে নিতে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের সামনে অপেক্ষা করছেন স্বজনরা। প্রিয়জন হারিয়ে বাকরুদ্ধ তারা। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল বলেন, এ চিকিৎসা কেন্দ্রে পাঁচ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে দুইজন আইসিইউতে আর একজন এইচডিইতে। এই তিন জনের নব্বই শতাংশ পুড়ে গেছে। আর বাকী দুজনকে সার্জারি শেষ জেনারেল বেডে নেয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় বাকি আহতরা চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে।
এদিকে এ বিস্ফোরণের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে বিশ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তা দিচ্ছে  জেলা প্রশাসন।
বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এ সময় ফ্লাইওভার এবং নিচের সড়কে যানজটে আটকে থাকা বাসসহ অন্যান্য গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। শব্দে ভেঙে যায় যানবাহনের জানালার কাচ।
দুর্ঘটনাকবলিত ভবনটির নিচতলায় সিঙ্গার শো-রুম, শর্মা হাউস ও গ্র্যান্ড কনফেকশনারি দোকান রয়েছে। বিস্ফোরণের সময় সিঙ্গার শো-রুমের ভেতর থেকে জেনারেটর উড়ে এসে রাস্তায় বাসে পড়ে। এতে দুটি বাসের কাচসহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।