
গানটি প্রসঙ্গে কুসুম শিকদার বলেন, ‘অনেকটা ঘোষণা দিয়েই মিডিয়া থেকে বিরতিতে আছি। এখন লেখালেখি নিয়ে ব্যস্ত। ভালোবাসা থেকেই চার বছর পর একক গান করলাম। মেলো রক ঘরানার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগলেই আমি খুশি হব।’
২০০২ সালে ‘লাক্স আনন্দধারা মিস বাংলাদেশ ফটোজেনিক’ প্রতিযোগিতার সেরা নির্বাচিত হয়েছিলেন কুসুম শিকদার। এখন পর্যন্ত তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’। ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয় করে। তারপর অনেক দিন লাইট-ক্যামেরার বাইরে এ অভিনেত্রী।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অভিনয় থেকে দূরে থাকার কারণ, নিরিবিলি নিজের মধ্যে থাকা। এটাই একমাত্র কারণ, তা কিন্তু নয়। পরিবেশ পরিস্থিতি আমাকে সায় দিয়ে কালও অভিনয় করতে পারি। তবে এই মুহূর্তে অভিনয় নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।’