
স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে গত শনিবার থেকে চৌমুহনী পৌরসভায় লকডাউন ঘোষণা করে প্রশাসন। লকডাউন চলাকালে বাজারে দোকান খোলা রাখায় শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে হাবিবুর রহমান হকার্স মার্কেট এলাকায় খোলা থাকা কয়েকটি দোকানে গিয়ে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে টাকা দাবি করে। বিষয়টি ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।