করোনা টিকার নামে হামের টিকা! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার, ২৬ জুন ২০২১ : এবার ভারতের কলকাতায় সন্ধান মিললো, এক রিজেন্ট সাহেদের। হামের টিকা দিয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। যার শিকার, তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও। দেবাঞ্জন নামে এই প্রতারক নিজেকে পরিচয় দিতেন, কলকাতা পৌরসভার যুগ্মসচিব হিসেবে।

করোনা টিকার নামে দেয়া হচ্ছিল, হামের টিকা। গেলো ১০ দিনে প্রায় দেড় হাজার মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে এ টিকা। শুধু তা-ই নয়, নিজেকে কলকাতা পৌরসভার যুগ্মসচিব পরিচয় দিয়ে, মানুষের সরলতার সুযোগ নিয়েছেন, দেবাঞ্জন দেব নামের এই ব্যাক্তি।

দেবাঞ্জনের এই ফাঁদ থেকে রক্ষা মেলেনি তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীরও।

দেশের কত মানুষ টিকা নিলো তার হিসেব রাখতে ভারত সরকারের রয়েছে নিজস্ব অ্যাপ। তবে ভুয়া টিকাদান কেন্দ্রে তোয়াক্কা করা হয়না এসব অ্যাপের, টিকা নেয়ার পরও দেয়া হয় না কোন সার্টিফিকেট।

এ ঘটনায় শুক্রবার দেবাঞ্জনকে আটক করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, অনুমোদনহীন ভ্যাকসিনেশন সেন্টার চালানোর পিছনে দায়ী, তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের কাছ থেকে প্রায় ৫০ হাজার ভ্যাকসিন চুরি করেছে এ দলের নেতাকর্মীরা।