ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা আদনান: ডিবি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ১৯ জুন ২০২১ : নিখোঁজের ৮দিন পর বাড়ি ফিরলেন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান। দুপুরে রংপুরের চারতলা মোড়ে শ্বশুরবাড়িতে সন্ধান মেলে তার। পরে পুলিশ তাকে নিয়ে যায় ডিবি কার্যালয়ে। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের দাবি, বন্ধুর বাসায় আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা।

প্রথমে পরিবারের পক্ষ থেকে জিডি না নেয়ার অভিযোগ, পরে গ্রহণ। এক সপ্তাহের বেশি সময় ধরে নানা গুঞ্জন। এরপর সন্ধান দাবিতে মানববন্ধন; সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনের লেখালেখি। অবশেষে পাওয়া গেলো স্বস্তির খবর। সন্ধান মিলেছে ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানের।

শুক্রবার দুপুরে আদনানকে পাওয়া যায় রংপুর শহরের চারতলা মোড়ে শ্বশুড়বাড়িতে। পরে পুলিশ তাকে নিয়ে যায় রংপুর ডিবি কার্যালয়ে। সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের দাবি, কেউ তাকে তুলে নেয়নি, নিজেই আত্মগোপনে ছিলেন বন্ধুর বাসায়।

তবে কেন এই আত্মগোপনে যাওয়া? তা নিশ্চিত নয়, গোয়েন্দা পুলিশ। নিখোঁজ হওয়া নিয়ে কোন কথা বলেননি আবু ত্ব-হা আদনান। তবে সন্ধান মেলায় স্বস্তি প্রকাশ করেছেন তার স্বজনরা।

গত ১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে চালক ও ২ সফরসঙ্গীসহ নিখোঁজ হয়েছিলেন ইসলামিক বক্তা আবু ত্বহা আদনান। পাওয়া গেছে তার সফর সঙ্গীদেরও।