ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,২৮ মে : রূপ ও গ্ল্যামারের জাদুতে বলিউডে একটা সময় মাত করেছিলেন মল্লিকা শেরাওয়াত। বিভিন্ন সিনেমার আইটেম গান কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে তাকে প্রায়শই দেখা যেতো। মল্লিকা মানেই শরীরী আবেদনময় দৃশ্য, এমন একটা ধারণাও প্রচলিত হয়ে গিয়েছিল।ওই সময় বলিউডে খুব বেশি ঘনিষ্ঠ দৃশ্য ছিলো না। যার কারণে দর্শক ও বলিউডবাসীর নানা কটূক্তির শিকার হতে হয়েছিল মল্লিকা শেরাওয়াতকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সেসব জানান।
২০০৩ সালে ‘খোয়াইশ’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন মল্লিকা। তার পরের বছর অনুরাগ বসুর ‘মার্ডার’-এ অভিনয় করেই আলোচনা ও সমালোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। যে ধরণের দৃশ্য দেখতে দর্শকরা অভ্যস্ত নন, তেমন দৃশ্যই দেখা গেলো ওই সিনেমায়।সে সময়ের কথা উঠলেই মল্লিকার মনে পড়ে, তাকে নৈতিকতার অজুহাতে মানসিক ভাবে হত্যা করা হয়েছিল তখন। শুধু তাই নয়, সেই দৃশ্যগুলিতে অভিনয় করে সমাজের চোখে তিনি ‘পতিতা নারী’ হিসেবে পরিচয় পেয়েছিলেন। অথচ এখন সেই দৃশ্যগুলি খুবই স্বাভাবিক সকলের কাছে।মল্লিকা বললেন, ‘’আমার এখনও মনে হয়, ১৯৫০ বা ’৬০-এর দশকের নায়িকারা অনেক ভাল সুযোগ পেয়েছেন। যা চরিত্র পেতেন, তাতে অভিনয় করার জায়গা ছিল। কিন্তু এখন সেটা হয় না।আর এজন্যই তিনিও এত বছর অপেক্ষা করেছেন ভাল কাজ পাওয়ার জন্য। যার ফলে তাকে নতুন নতুন কাজে দেখা যায়নি। তবে সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন একটি সিনেমা। অবশ্য সেটা কেবল আমেরিকা ও কানাডায় মুক্তি পেয়েছে।