সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে প্রতিবাদ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৮ মে : সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘণ্টা সচিবালয়ে আটক রেখে হেনস্থার পর, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে, মামলা দায়ের ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাংবাদিক নেতা ও মানবাধিকার কর্মীরা।

সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে গলাটিপে ধরা হয়েছিল সেটা কি শুধুই এক শুধু সাংবাদিককে রুখতে নাকি গণমাধ্যমের টুটি চেপে ধরতে? সেই প্রশ্ন এখন মিডিয়াকর্মীদের মুখে মুখে।

পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে যান দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম। কাজ শেষে স্বাস্থ্য সচিবের একান্ত সচিব সাইফুল ইসলাম ভুঞার রুম থেকে বের হওয়ার সময় তাকে বাধা দেয় সচিবালয়ের কর্মচারি। তাদের দাবি, সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথি নিয়েছেন তিনি। বাকবিতন্ডা থেকে শারীরিকভাবে লাঞ্ছিতও করা হয়েছে বলে দাবি করেছে পরিবার।

প্রায় ঘন্টা ছয়েক রোজিনাকে আটকে রাখা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে। এই খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

অসুস্থ হয়ে পড়লেও হাসপাতালে না পাঠিয়ে হস্তান্তর করা হয় শাহবাগ থানায়। এসময় তথ্য চুরির অভিযোগ দায়ের করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। এসময় থানার সামনে বিক্ষোভ শুরু করেন গণমাধ্যমকর্মীরা। সবাই রোজিনার মুক্তি চেয়ে স্লোগান দিতে থাকেন।

রোজিনা ইসলামের কর্মস্থল প্রথম আলো বলছে, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান ও ধারাবাহিক প্রতিবেদনের জন্যই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।