ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আলমগীর মেঘনা থেকে,২৪ এপ্রিল : কুমিল্লার মেঘনা উপজেলায় সিএনএন বাংলা টিভির মেঘনা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৪ জন সহ অজ্ঞাত ৩-৪ জন কে আসামি করে মেঘনা থানায় মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার এ মামলা রুজু করা হয়। আসামিরা হলেন উপজেলার মাধবপুর গ্রামের ধনু মিয়ার ছেলে (১) মো: আওলাদ হোসেন (২) মানিকার চর গ্রামের মো: সজিব মিয়া (৩) করিমাবাদ গ্রামের জসিম উদদীনের ছেলে আল আমিন (৪) মো: লিটন মিয়ার ছেলে মো: রাসেল মিয়া সহ অজ্ঞাত ৩-৪ জন।
এজাহার সূত্রের জানা যায় বুধবার ইফতার এর পূর্ব মুহূর্তে জাহাঙ্গীর আলম বাড়ি যাওয়ার পথে মেঘনা উপজেলা পরিষদের সামনে এলে মোটর সাইকেল গতিরোধ করে কয়েক যুবক এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নিল ফুলা করে এবং খুন জখমের চেষ্টা চালায় পরে তার আর্তচিৎকারে সাংবাদিক আব্দুল মালেক, হাসান মাহমুদ মুক্তি এসে তাকে উদ্ধার করে।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মেঘনা থানার এস আই নাজিমুদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)কে বলেন, আসামীরা এলাকায় নেই ঢাকা চলে গেছে তবে গ্রেফতার চেষ্টা চলছে।
মেঘনা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার দাবি জানান।