রাজধানীতে শিক্ষকের বিভৎস নির্যাতনে গৃহকর্মীর মৃত্যু (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ষ্টাফ রিপোর্টার,১২ এপ্রিল : নৃশংসতা, বিভৎসতা। কোনো কিছুইতেই যেন বর্ণনা করা যাবে না এমন হত্যাকাণ্ড। তাও আবার মানুষ গড়ার কারিগর শিক্ষকের হাতে খোদ রাজধানীতে। মাত্র এক হাজার টাকার বিনিময়ে গৃহকর্মী লায়লাকে কাজ করতে এসে ফিরতে হলো প্রাণহীন দেহে। এমন বর্বরতায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের সিনিয়র শিক্ষিকা ফারজানা ইসলামকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সন্তানের মৃত্যু কতোটা বিভৎস হলে মায়ের বুকের কষ্ট বাকরুদ্ধ হয়ে পড়ে জানা নেই কারও।

থমকে গেছে মায়ের আর্তনাদ, নেই গগনবিদারী চিৎকার, বুকের ভেতরেই হয়তো গুমড়ে কাঁদছে চোখের জল। ভিক্ষা করে এতোদিন আগলে রেখেছিলেন যে মেয়েকে, দু-হাত পেতেও যে আর মিলবে না তের বছরের সে প্রাণ।

মাত্র এক হাজার টাকার বিনিময়ে কিনতে চেয়েছিলেন সুখ স্বাচ্ছন্দ্য, মেয়েকে দিয়েছিলেন এক গৃহে কর্মীর কাজে দুবেলা দু-মুঠো খাবারতো জুটবে। জুটেছে ঠিকই তবে তা মৃত্যুর বিভৎসতায়। নৃশংস এ ঘটনার নেপথ্যে একজন শিক্ষিকা। নাম ফারজানা ইসলাম, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজের হিসাব বিজ্ঞানের সিনিয়র শিক্ষিকা।

পুলিশ জানায়তার বাসায় ৮ মাস ধরে কাজ করতো লায়লি প্রাথমিক ভাবে মরদেহে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায়, প্রায়ই লাইলীকে বর্বর নির্যাতন করতো অভিযুক্ত শিক্ষিকা ফারজানা। এমন নৃশংসতা গণমাধ্যমে দেখানো সম্ভব নয়।

নির্মম এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ফারজানাকে। পরে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।