ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,১০ এপ্রিল : ১৯৭৫ সালে মুক্তি পাওয়া তুমুল জনপ্রিয় সিনেমা ‘সুজন সখী’। খান আতাউর রহমান পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধে আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন ফারুক-কবরী। বাংলা সিনেমার এই দুই কিংবদন্তি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুজনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। কেমন আছেন রুপালি পর্দার সুজন সখী?- এই প্রশ্ন আজ চলচ্চিত্র সংশ্লিষ্টসহ অসংখ্য ভক্তের।
বরেণ্য এই দুজন শিল্পীর বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)কে বলেন, ‘ফরুক ভাই আগের চেয়ে একটু ভালো। তার পরিবার থেকে এটুকু জেনেছি। কবরী আপা স্থিতিশীল আছেন। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। তারা আমাদের মাথার মুকুট। তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন- এটুকুই এখন চাওয়া।’
নায়ক ও সাংসদ ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আইসিইউতে আছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও নন্দিত অভিনেত্রী কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে আছেন।
দুজনের সুস্থতার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে গতকাল এফডিসির মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।