কাল থেকে গণপরিবহনে ভাড়া বাড়ছে ৬০ শতাংশ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,৩০ মার্চ : আগামীকাল থেকে গণপরিবহনে ভাড়া বাড়ছে ৬০ শতাংশ। মঙ্গলবার (৩০ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সারা দেশের জন্য আগামী দুই সপ্তাহ এ আদেশ বহাল থাকবে।

গতকাল সোমবার (২৯ মার্চ) সরকারি নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণের উর্ধ্বমুখী প্রবণতার কারণে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চালাতে হবে। এ জন্য ভাড়া বাড়ানোর দাবি জানান পরিবহন মালিকরা। এরপরই এমন সিদ্ধান্ত জানালেন ওবায়দুল কাদের।

গতকাল গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।