করোনা রোগীদের চাপ বাড়ছে হাসপাতালে (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২৫ মার্চ : দেশে বেড়েই চলছে করোনা সংক্রমণ। ফলে রোগীর চাপ বাড়ছে হাসপাতালাগুলোতে। বরাদ্দ করা সাধারণ শয্যার সংখ্যা প্রায় শেষ পর্যায়ে। আর আইসিইউ শয্যার সংখ্যা রয়েছে হাতে গোনা। তাই বিশেষজ্ঞরা বলছেন, জটিলতা তৈরী না হলে বাসায় থেকেই চিকিৎসা নেয়া উচিত।

করোনায় আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালে ভর্তি হন পঞ্চাষোর্ধ এই নারী। সহজেই পেয়েছেন বিছানা, সাথে অক্সিজেনও।

করোনা নিয়ে তার মতো এমন অনেক রোগীই ভর্তি হচ্ছেন, বিভিন্ন হাসপাতালে। ফলে চাপ বাড়ছে হাসপাতালগুলোতে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২৪ মার্চ পর্যন্ত ঢাকা মহানগরীর ১০টি সরকারি হাসপাতালে করোনার জন্য নির্ধারিত শয্যার সংখ্যা ২৩৮১টি। এরমধ্যে রোগী ভর্তি আছেন ১৭৬৮ টিতে আর খালি আছে ৬১৩টি শয্যা। ১০৩টি আইসিইউ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন, ৯৬টিতে। আর খালি আছে মাত্র ৭টি শয্যা।

ঢাকার বেসরকারি হাসপাতালে করোনার জন্য শয্যা ৯৪০টি। রোগী ভর্তি ৫০০টিতে। ১৬৪টি আইসিইউ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে ১২৬টিতে।

আক্রান্তের সংখ্যা বাড়ার সাথে করোনার নতুন ধরনের সম্পর্কের কথা বলছেন, বিশেষজ্ঞরা। তবে সমস্যা মারাত্নক না হলে বাসায় থেকেই চিকিৎসা নেয়ার পরামর্শ তাদের।

তাই সমস্যা সমাধানে জনগণকে সচেতন করার জন্য কমিউনিটি সম্পৃক্ততার কোন বিকল্প নেই বলে মনে করেন, এই চিকিৎসাবিজ্ঞানী।