নোয়াখালীতে কাদের মির্জার নামে হত্যা মামলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নোয়াখালী প্রতিনিধি,১২ মার্চ : নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান করে ১৬৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলার এজাহার দায়ের করেছেন নিহত আলাউদ্দিনের ছোটভাই।

এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে সাদা পোশাকে তুলে নেয়ার পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে নোয়াখালী প্রেসক্লাবের পাশে চায়ের দোকান থেকে, তাকে একটি কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যান, সাদা পোশাকধারী কিছু লোক। এ দৃশ্য ধরা পড়ে পাশের ভবনে সিসি ক্যামেরায়।

পরে জেলার পুলিশ সুপার আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জা কাদের জানান, সেদিনের সংঘর্ষে বাদল আমাকে লক্ষ্য করে গুলি করে, সেই গুলি আমার পাশে থাকা ছাত্রলীগের এক ছেলের গায়ে লাগে। সে এখন ঢাকায় হাসপাতালে ভর্তি আছে। এছাড়া আলা উদ্দিনের হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে। এটা কেউ মেনে নেবে না। বাদলকে গ্রেফতার করছে এতে আমি খুশি হয়েছি।