গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কবি নাসরিন সুলতানার খোলা চিঠি।।

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,১০ মার্চ : বরাবর মাননীয় প্রধানমন্ত্রী,আমি একজন অভিভাবক, তিন সন্তানের জননী।আপনি তো সারা বাংলাদেশের জননী।আপনি বুঝবেন একজন মায়ের আকুতি।সময়ের প্রয়োজনে আমরা হারিয়ে যাচ্ছি কোন এক দূর্গম পর্বতের আড়ালে। যখন সন্তানকে নিয়ে কোন সঠিক দিক না পাই তখন মা হিসাবে আতকে উঠি।আমরা কোথায় বাস করছি বুঝে উঠতে পারি না।সন্তানের ভবিষ্যৎ কি? কোথায় তাদের সফলতা? মা হিসাবে আমরা কি করতে পারি?
ভবিষ্যতে তারা বাংলাদের সম্পদ হবে তো?

আপনি তো জানেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে মায়েদের কেমন চিন্তা থাকে। ডিজিটাল বাংলাদেশ পেয়েছি আমরা আপনার মাধ্যমে। কৃতজ্ঞতা প্রকাশ করছি।কিন্তু এই ডিজিটাল যুগের ডিজিটাল উদ্ভাবন সন্তানের জন্য কতটুকু সুফল বয়ে আনছে তা ভেবেছি কি?তবে সন্তানের পড়াশোনার ব্যপারে আমি খুব চিন্তিত।শুধু আমি নই বাংলাদেশের প্রতিটা মা চিন্তিত।

আসলে প্রায় এক বছর হলো করোনা নামক এক ভয়ানক ভাইরাস এর কারনে স্কুল কলেজ বন্ধ।ডিজিটাল যুগ পেয়েছি বলে ভার্চুয়াল ক্লাস নামক একটা সুযোগ পেয়েছি বাচ্চাদের পড়াশোনার জন্য। কিন্তু এই অনলাইন ক্লাস বাচ্চাদের কতটুকু কাজে আসছে কিছুই বুঝতে পারছি না। অনলাইনে ক্লাস চলাকালীন বাচ্চারা ঠিক মতো ক্লাস করছে কিনা তার ও কোন সঠিক দিক বুঝিনা।কারন মোবাইলের বিভিন্ন মাধ্যম আছে যা আমরা অভিভাবক রা বুঝতে পারিনা।ক্লাসের ফাঁকে তারা অন্য দিকে চলে যাচ্ছে।বাংলাদেশের প্রতিটা মা অনলাইন শিক্ষায় শিক্ষিত না।তাই অনলাইনের অনেক কিছুই বুঝিনা।

ভেবেছিলাম এইচ এস সি পাশ না করা পর্যন্ত বাচ্চাদের হাতে মোবাইল নামক এই ডিজিটাল যন্ত্রটা তুলে দিবো না। কিন্তু বর্তমান সময়ে স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাস করার জন্য বাধ্য হচ্ছি তাদের হাতে মোবাইল তুলে দিতে।এতে বাচ্চাদের পড়াশোনা হওয়ার চেয়ে ক্ষতি বেশি হচ্ছে।

বাচ্চাদের ভবিষ্যৎ বিবেচনা করে অতি তাড়াতাড়ি বাচ্চাদের স্কুল খুলে দেয়ার ব্যবস্থা করুন।শুনেছি আগামী ত্রিশ তারিখে স্কুল খোলার কথা।এইরকম অনেকবার সময় ধার্য্য করা হয়েছিল খুলবে। কিন্তু আবার নতুন করে বন্ধ ঘোষনা করা হয়েছে।

করোনা কালীন সময়ে আমাদের স্কুল বন্ধ করেছেন আমাদের সবার ভালোর কথা ভেবে।হয়তো বা সাময়িক ভালো হয়েছে।কিন্তু বাচ্চাদের ভবিষ্যৎ ভালো কতটুকু হয়েছে এটা একবার ভেবে দেখবেন প্লিজ।

মাননীয় প্রধানমন্ত্রী, একজন অভিভাবক হিসাবে আপনার কাছে বিনীত অনুরোধ করছি প্লিজ আপনি আমাদের সন্তানদের বাঁচান। না হয় সন্তানদের কাছ থেকে দেশের মঙ্গল আর আশা করা যাবে না। ইতি,
একজন মা। বাংলাদেশের স্থায়ী নাগরিক মেঘনা উপজেলার মেয়ে ঢাকা রামপুরা তে বসবাস।।

(একজন কবির কবিতা প্রকাশিত হল)