সমান কাজ করেও অর্ধেক পারিশ্রমিক পান নারী শ্রমিকরা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,০৮ মার্চ : বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তা করিয়াছে নারী, অর্ধেক তা নর। কিন্তু বাস্তবতা কি তাই? এখনও পুরুষের সমান কাজ করে বৈষম্যের শিকার নারী। শুধুমাত্র শারীরিক ক্ষমতার দোহাই দিয়ে, বঞ্চিত করা হচ্ছে তাদের। আন্তর্জাতিক নারী দিবসে তাই সমতার বিশ্ব গড়ার প্রত্যয়।

ভোর থেকে সন্ধ্যা ভাগ্য বদলের স্বপ্নে শ্রম দিয়ে যাচ্ছেন নারীরা। লালমনিরহাটে হাজারো নারী পুরুষের কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন। তবে বৈষম্যটা চরমে। শ্রম একই হলেও মূল্যায়নের বেলায় তা পুরুষের অর্ধেক।

বৈষম্য নিয়ে কেউ প্রতিবাদ করলে হারাতে হচ্ছে কাজ। তবে আশ্বাস মিলেছে কৃষি কাজে লিঙ্গ বৈষম্য দূরীকরণের।

শারীরিক অক্ষমতার দোহাই দিয়ে, সমান কাজ করেও পুরুষের অর্ধেক পারিশ্রমিক পান পঞ্চগড়ের নারী শ্রমিকরাও। বিকল্প পথ না থাকায় তাই মেনে নিয়েছেন তারা।