ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে আফতাবনগরে এক কিশোর খুন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, ২৬ ফেব্রুয়ারি : আবারও কিশোর গ্যাং। এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে এবার রাজধানীর আফতাব নগরে প্রাণ গেলো কাজল গাজী নামের এক কিশোরের। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে বাক-বিতন্ডার এক পর্যায় হত্যা করা হয় তাকে। গুরুতর আহত বেশ ক’জনকে ভর্তি করা হয় হাসপাতালে। এই ঘটনায় বাড্ডা থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে।

গেলো ২২ ফেব্রুয়ারি আফতার নগরের কে ব্লকের বটতলা এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে দ্বন্দ্বে জড়ায় কিশোরদের দুটি পক্ষ। এসময় তা মিটে গেলেও ফেসবুকের স্ট্যাটাস ঘিরে সন্ধায় চায়ের দোকানে ফের সংঘাতে জড়ায় তারা। এসময় গ্যাং স্টার গ্রুপের প্রধান ইমন রাব্বি, সাগর পাপ্পুসহ অনেকেই কাজলসহ তার বন্ধুদের ওপড় চড়াও হয়। রড় দিয়ে মাথায় আঘাত করে কাজলকে। গুরুতর আহত অবস্থায় চার পাঁচ জনকে হাসপাতালে ভর্তি কার হয়। পরে শুক্রবার সকালে মারা যায় কাজল গাজী।

এলাকাবাসীর অভিযোগ এই কিশোররা এলাকায় চাঁদাবাজিতে জড়িত ছিলো। বেশ কয়েকবার থানাতেও অভিযোগ দিয়েছেন তারা।

পুলিশ বলছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মূল দ্বন্দ্বের সূত্রপাত। পরে তা গড়িয়েছে এতোদূর। এ ঘটনায় হত্যা মামলা দায়ের কার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।

নিহত কাজল গাজী গুলশান কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র।