ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,২৬ ফেব্রুয়ার : পিতার পরিচয় নেই মা মানসিক ভারসাম্যহীন। জন্ম মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কারাগারে। বলছি ৪ মাসের এক নিষ্পাপ কণ্যা শিশুর ভাগ্যের কথা। দুমুঠো অন্ন যোগাতে ওমান গিয়ে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন তার মা। দেশে ফিরে নিজ পরিবারে ঠাঁই না হওয়ায়; মা-মেয়ের ঠিকানা এখন উন্নয়ন সংস্থার আশ্রয়।
জন্মমাত্র সুতীব্র চিৎকারে শিশু বুঝে নেয় তার অধিকার; ছোট্ট আঙ্গুল খুজে পায় বাবার হাতের স্পর্শ; মেলে স্বীকৃতির ছাড়পত্র; ভিনদেশি কারাপ্রকোষ্ঠে জন্ম নেয়া প্রিয়ামনির জীবনে অবশ্য কখনোই এমনটা হবে না।
তিন সন্তানের হাল ধরতে দেশ ছেড়েছিলেন যে মা, তার কোলেই আজ পিতৃপরিচয়হীন নতুন সন্তান। দুমুঠো ভাতের খোজে নিজের সম্ভ্রম হারিয়েছেন ওমানের এক নরপশুর হাতে।
অথচ প্রিয়ামনিকে যক্ষের ধনের মতো আকড়ে ধরে রাখা সেই মায়েরইবা কি করার আছে ? পাশবিক নির্যাতনে সেও যে ভারসাম্যহীন।
ভাগ্যপরিবর্তনে ভাগ্যবিড়ম্বনার এমন ঘটনা নতুন না। আর অপরাধীরাও থেকে যায় অন্তরালেই। কিন্তু কতদিন ? রাষ্ট্রেরও কি থেকে যায় কিছু দায়?