ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,২২ ফেব্রুয়ারি : রাজধানীর মানিকনগরে আগুনে পুড়ে গেছে কুমিল্লা পট্টির প্রায় এক-দেড়শ ঘর। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয়দের সন্দেহ, গ্যাসের লাইন থেকে আগুন লাগতে পারে। কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শেষ দুপুরে সূর্যের তেজ যখন পড়তির দিকে, আগুনের লেলিহান শিখা তখন কুণ্ডলী পাকিয়ে আকাশের দখল নিতে শুরু করেছে। কুমিল্লা পট্টিতে গাদাগাদি করে গড়ে তোলা এসব ঘরে ছড়িয়ে পড়েছে খুব দ্রুতই। যদিও ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ঘন্টা দেড়েকের মধ্যে নিয়ন্ত্রণে আনে আগুন। তবুও পুড়েছে এক-দেড়শ ঘর।
কিভাবে আগুনের সূত্রপাত, তা খুঁজতে একটি কমিটি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
দিনের কাজ শেষে বিকেলে ঘরে ফিরতেই অনেকেই দেখেন সহায় সম্বল পুড়ে ছাই। ভেজা চোখে তাই আবারও স্বপ্ন বোনার প্রত্যয়ে সবাই মিলে হাত চালাচ্ছেন নতুন করে গড়তে।