নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। ছবি : ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সোনারগাঁও প্রতিনিধি,২০ ফেব্রুয়ারি : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলী নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছে ১০ জন। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।\
সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) তবিদুর রহমান জানান, পিরুজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামে একটি কোম্পানির জায়গায় বালু ভরাট করাকে কেন্দ্র করে প্রভাবশালী দুই পক্ষের মধ্যে গতকাল শুক্রবার রাতে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষ শনিবার পর্যন্ত গড়ায়। দফায় দফায় সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। আজ শনিবার সকালে আলী নামের একজন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে তাঁকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।’