ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৭ ফেব্রুয়ারি : পৌর ভোটের পর এবার বৃহৎ আকারে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। গত মেয়াদে ৬ দফায় হলেও, এবার ৭ ধাপে ভোটের পরিকল্পনা রয়েছে। ইভিএমএর পাশাপাশি থাকবে ব্যালট পেপারের ব্যবহারও। অনিয়ম-সহিংসতা রোধে বিশেষ তৎপরতার দাবি ইসির।
সারাদেশে ইউনিয়ন পরিষদ রয়েছে ৪ হাজার ৪৮৩ টি। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্বের ১৮০ দিনের মধ্যে করতে হবে ইউনিয়ন পরিষদের ভোট। সে হিসেবে আগামী ২১ মার্চের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে প্রায় সাড়ে ৭শ ইউনিয়নে।
মেয়াদ শেষ হওয়া ইউপিতে ভোট করার কথা ছিলো মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে। তবে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ ও ভোটার দিবসের কারণে নির্ধারিত সময় ভোট করতে পারছে না ইসি।
ভোটার দিবস পালনের পরই তফসিল ঘোষণা করা হবে প্রথম দফা ইউনিয়ন পরিষদের। প্রায় সাড়ে ৭ শর বেশি ইউনিয়নের মেয়াদ শেষ হলেও প্রথম দফায় ভোট হবে অল্প সংখ্যক ইউনিয়নে। ভোট হতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহে।
পরবর্তীতে আরো ৫ থেকে ৬ ধাপে অনুষ্ঠিত হবে বাকি সব ইউনিয়নের ভোট। এবছর এপ্রিলে রমজান মাস হওয়ায় ঈদের পরই হবে বেশিরভাগ ইউনিয়নের ভোট। যাতে ব্যবহার হবে ইভিএম ও ব্যালট।
এর আগে ২০১৬ সালের মার্চে ৬ দফায় অনুষ্ঠিত হয় ইউপি নির্বাচন। সেবার প্রথমবারের মতো ভোট হয় দলীয় প্রতীকে। এবার দলীয় প্রতীকে ভোট হওয়া নিয়ে এখনো দোটানায় আছে আওয়ামী লীগ।