ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,১৬ ফেব্রুয়ারি : অভিনব কায়দায় রাজধানীতে ঢুকছে মাদকের চালান। কখনও গ্যাস সিলিন্ডারের ভেতর আবার কখনও বা লাশবাহী অ্যাম্বুলেন্সে। হিলি বন্দর দিয়ে আসা এমনই একটি আলু বোঝাই ট্রাকে মাদকের খবর পায় গোয়েন্দা পুলিশ। রাজধানীতে ঢোকার পর সেই আলু বোঝাই ট্রাকটি জব্দ করে গোয়েন্দারা। উদ্ধার করা হয় আলুর বস্তার ভেতর থেকে ১২শ বোতল ফেন্সিডিল। আটক হয় দুজন।
হিলি সিমান্ত হয়ে জয়পুরহাট দিয়ে রাজধানীতে ঢুকছে মাদকের চালাম এমন তথ্য ছিলো গোয়েন্দা পুলিশের হাতে। তথ্য অনুযায়ী প্রবেশ পথে ছিলো বাড়তি নজরদারীও। তবে গোয়েন্দা চোখ ফাঁকি দিয়ে রাজধানীতে ঢুকে পরে মাদকবাহী ট্রাক।
তবে শেষ রক্ষা হয়নি তেঁজগাও এলাকায় গোয়েন্দা জালে আটকা পরে ট্রাকিটি। ব্যাপক তল্লাসীর পর আলুর বস্তার ভেতর থেকে বেরিয়ে আসে ফেন্সিডিল। উদ্ধার হয় ১২শ’ বোতল। এসময় আটক করা হয় দু’জনকে।
আটককৃতরা জানায়, এর আগেও রাজধানীতে চালের বস্তায়, আলুর বস্তাসহ বিভিন্ন পণ্যের আড়ালে মাদকের চালান এনেছে চক্রটি।
গোয়েন্দা পুলিশ বলছে, মাদক বন্ধে রাজধানীতে অব্যাহত থাকবে অভিযান।
গেলো একমাসের অভিযানে অবৈধ মদের চালান, ইয়াবা, ফেন্সিডিলসহ বিপুল পরিমানের মাদক জব্দ করে গোয়েন্দা পুলিশ।